Posts

Showing posts from 2020

না বলা ভালোবাসা

*না বলা ভালোবাসা* মনের গোপন কোনে রয়েছে যে এক অমর ভালোবাসা- তোমাকে বোঝাতে গিয়ে সে আজও পায়নি কোনো ভাষা। মনে যে জাগে ভয় – প্রত্যাখ্যান যদি হয়। দূর থেকে তাই দেখি শুধু ময়না তুমি যে ঐ আকাশের চাঁদ। তোমার কথা ভেবে ভেবে শুধু কতকাল হচ্ছি যে বরবাদ। চেয়ে দেখো একটি বার, দেখো তুমি নিচে মাটির পরে, তোমার জন্য দাঁড়িয়ে আছি আমি কতকাল ধরে….

অপেক্ষা

অপেক্ষা তুমি কি বলতে পারো? কেন এত শুন্যতা ঘিরে আছে মনের উঠোন জুড়ে , আবেগের এই মহাসমুদ্রে কেন এত হাহাকার? মায়ার সুতোয় অপেক্ষার জাল বুনে বুনে ক্লান্ত আমি, তবু কেন ফুরায় না আমার অপেক্ষার প্রহর? তবে চিনে নাও তুমি, আমার মনের ঘরের বামপাশের সেই ছোট্ট কুঠিরে, যেখানে থরে থরে সাজানো তোমার প্রতিচ্ছবি। তোমার উত্তরের আশায় , তোমার অপেক্ষায়, সেখানে একগুচ্ছ রজনীগন্ধা হাতে দাঁড়িয়ে থাকবো আমি।

বহুবার চেষ্টা

        বহুবার চেষ্টা                         ~সাফিনুর আলম আমি বহুবার চেষ্টা করেছি , বহুবার বলেছি ..... বহুবার ধৈর্য ধরেছি , তবে পারিনা আমি আর ...... পারছি না এখন করতে বাকি সময় পার। মনের ও কি দোষ বলো? তাতো বহুবার আশায় ছিল বহুবার চেষ্টা করেছিল কোন বার হয়নি তার পাওয়া আজো একবার তার চাওয়া আমি বহুবার বলতে চেয়েছি ভালবাসি তোমায় আজো তা হয় নি তোমায় বলা আমি বহুবার বুঝাতে চেয়েছি আমি ভালবাসি তোমায় কিন্তু বুঝে ও তো বুঝোনি তুমি।।