স্টুডেন্ট গাইড কর্নার নিয়ে কবিতা।


    স্টুডেন্ট গাইড কর্নার

                                           ~~~সাফিনুর আলম

"স্টুডেন্ট গাইড কর্নার"সত্যিই খুব সুন্দর,
দেখলে সবার প্রাণ জুড়িয়ে যায়,নেই কোনো তার মন্থর।
"স্টুডেন্ট গাইড কর্নারে"আমরা সবাই পড়ি,
যাদের স্নেহে আমরা শিক্ষা পাই,তাদেরকে স্মরণ করি
শিক্ষকরা কতই ভালো পড়ান ভালোবেসে,
নতুন জীবন ফিরে পেলাম "স্টুডেন্ট গাইড কর্নার" এ এসে।
আলামিন দাদা অংকের জাদুকর দেখতে লাগে মজা,
কঠিন অংকের প্যাঁচ গুলো সব করে দেন সোজা।
ইংরেজি টা কঠিন বিষয় লাগতো খুবই ভয়,
দাদা এসে বুজিয়ে বলেন ভয়ের কিছু নাই।
ইংরেজি grammar সহজ করে বলেন যখন তিনি,
Narration এর নিয়ম গুলি সহজেই আমি চিনি।
জীবন বিজ্ঞানে পন্ডিত অতি আমরা দাদাকে জানি,
তিনি অতি জ্ঞানী-গুণী তাকে আমরা মানি।
হাফিজুল দাদা বাংলা পড়ান,শুনতে লাগে ভালো-
তারই কথা শুনে আমাদের জীবন হল আলো।
ব্যাকরণের জটিলতা বুঝিয়ে তিনি ছাড়েন,
কথার পিঠে কথার মালা সাজিয়ে তিনি বলেন।
বাংলা ভাষায় পন্ডিত তিনি ভুল হয় না তাতে,
এমনভাবে বুঝিয়ে বলেন মন ভরে যায় তাতে।
দাদা আমাদের ভূগোল পড়ান হয়না তাতে গোল,
বুঝে পড়ে দেখি আমি পালায় গন্ডগোল।
                       ~■~■~সমাপ্ত~■~■~

Comments

Popular posts from this blog

চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কবিতা।

না বলা ভালোবাসা