অপেক্ষা
অপেক্ষা
তুমি কি বলতে পারো?
কেন এত শুন্যতা ঘিরে আছে মনের উঠোন জুড়ে ,
আবেগের এই মহাসমুদ্রে কেন এত হাহাকার?
মায়ার সুতোয় অপেক্ষার জাল বুনে বুনে ক্লান্ত আমি,
তবু কেন ফুরায় না আমার অপেক্ষার প্রহর?
তবে চিনে নাও তুমি,
আমার মনের ঘরের বামপাশের সেই ছোট্ট কুঠিরে,
যেখানে থরে থরে সাজানো তোমার প্রতিচ্ছবি।
তোমার উত্তরের আশায় , তোমার অপেক্ষায়, সেখানে একগুচ্ছ রজনীগন্ধা হাতে দাঁড়িয়ে থাকবো আমি।
Comments