চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কবিতা।
চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়(উচ্চ)
সাফিনুর আলম মন্ডল
সাফিনুর আলম মন্ডল
আজও ঠিকই আছে সেই চাঁপাপুকুর স্কুলটা
শুধু ঠিক নেই আমাদের মতো সেই স্কুল পড়ুয়ারা।
ঠিক নেই সেই ছাত্র-ছাত্রীদের নিয়ম কানুন,
যেথায় থাকতাম হয়ে একে অপরের আপন।
ভঙ্গ হল আজ সেই,স্কুল জীবনের মেলবন্ধন।
শুধু ঠিক নেই আমাদের মতো সেই স্কুল পড়ুয়ারা।
ঠিক নেই সেই ছাত্র-ছাত্রীদের নিয়ম কানুন,
যেথায় থাকতাম হয়ে একে অপরের আপন।
ভঙ্গ হল আজ সেই,স্কুল জীবনের মেলবন্ধন।
যেথায় থাকতাম মেতে সবাই সারাদিন
কত শত দুষ্টুমি আর গানের মাঝে,
ছিল সেথায় শত উসকানি মুলক কথা
কেটে যেত সময় ঘন্টার পর ঘন্টা।
ভঙ্গ হল আজ সেই,সেই স্কুলের নিয়ম কানুনটা।
কত শত দুষ্টুমি আর গানের মাঝে,
ছিল সেথায় শত উসকানি মুলক কথা
কেটে যেত সময় ঘন্টার পর ঘন্টা।
ভঙ্গ হল আজ সেই,সেই স্কুলের নিয়ম কানুনটা।
ছিল সেথায় একঘেয়েমি সেই স্কুল ইউনিফর্ম
ছিল একঘেয়েমি কিছু পড়া আর কড়া শাষন,
খাকি প্যান্ট, স্টাইলিশ জুতা আর সাদা শার্টে,
তখন মেয়েদের সামনে চলতাম হিরোর মতন।
অন্যহিরোদের জন্য আজ স্কুলটার এই পতন।
ছিল একঘেয়েমি কিছু পড়া আর কড়া শাষন,
খাকি প্যান্ট, স্টাইলিশ জুতা আর সাদা শার্টে,
তখন মেয়েদের সামনে চলতাম হিরোর মতন।
অন্যহিরোদের জন্য আজ স্কুলটার এই পতন।
আজ মনে পড়ে সেই স্কুলের পুরানো দিনগুলির কথা
যেথায় থাকতাম বসে ছুটির ঘন্ঠার অপেক্ষায়,
ঘন্টা পড়লে সবাই উঠতাম চেঁচিয়ে,
চল দেখি আজ কে আগে যায় গেটের বাইরে।
নেই আজ নেই সেই সুন্দর স্কুল জীবন।
যেথায় থাকতাম বসে ছুটির ঘন্ঠার অপেক্ষায়,
ঘন্টা পড়লে সবাই উঠতাম চেঁচিয়ে,
চল দেখি আজ কে আগে যায় গেটের বাইরে।
নেই আজ নেই সেই সুন্দর স্কুল জীবন।
আজ মিস করি স্যারদের সেই শাষন
যেথায় থাকত লুকিয়ে অজানা কিছু মিষ্টি আদর,
আজ মিস করি সেই একঘেয়েমি পড়াগুলিকে
যার মাঝে থাকত জড়িয়ে জ্ঞানেরই চাদর।
নেই আজ নেই হারানো সেই স্কুল জীবন।
●●◆◆~~~~~~সমাপ্ত~~~~~~~~◆◆●●
যেথায় থাকত লুকিয়ে অজানা কিছু মিষ্টি আদর,
আজ মিস করি সেই একঘেয়েমি পড়াগুলিকে
যার মাঝে থাকত জড়িয়ে জ্ঞানেরই চাদর।
নেই আজ নেই হারানো সেই স্কুল জীবন।
●●◆◆~~~~~~সমাপ্ত~~~~~~~~◆◆●●
Comments