1. Voice কাকে বলে?
ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে।
2. Voice কয় প্রকার ও কি কি?
Voice দুই প্রকারের হয় । যথা - Active Voice ও Passive Voice
3. Active Voice কাকে বলে? এর গঠন ও উদাহরণ লেখো।
যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়।
Structure (গঠন):
Subject + verb + object.
Example: I do the work.
4. Passive Voice কাকে বলে? এর গঠন ও উদাহরন লেখো।
যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়।
Structure (গঠন):
Object + be verb + verb এর past participle+ by+ subject.
Example: The work is done by me.
5. Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম:
a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়।
c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয়।
Comments