মা কে নিয়ে কবিতা।


           

মা

                     সাফিনুর আলম
সবার থেকে বাসি ভালো,

আমি আমার মাকে।

মা ছাড়া আর কেউ যে নেই,

মোর এই পৃথিবীতে।

মা-ই আমার জীবন মরন,

মা-ই আমার ভালোবাসা।

মায়ের জন্য আমার,

এই পৃথিবীতে আশা।

তাই তো আমি সকল কাজে,

মাকে স্মরণ করি।

কোনো সময় ভয় পেলে গো,

মায়ের আঁচল ধরি।


Post a Comment

0 Comments