অচেনা জীবন
অচেনা জীবন
--সাফিনুর আলম
আমার পিছনে আমি,
সেই শৈশব কাল।
আজ বেশ কিছু বৈশাখ শেষে,
দুই হাত মিলিয়ে দেখি--
হাত দুটো মেলেনি এক সাথে।
সময় ছুটে চলেছে একঘেয়ে--
বুড়ি ছুঁয়ে এ জীবন।
একাকী সবাই হয়ত এভাবে
পড়ন্ত বিকেলের নিঝুম ঝুড়ি নামা বট।
নিথর দাঁড়িয়ে এখনও সেই অবিকল ।
আয়নায় সবাই মুখ দেখে,
কেউ কেউ থাকে অচেনা অবছায়া--
মুখোশ আর মুখ মাখামাখি একসাথে।
কেউ পাশে থাকে কেউ চলে যায় পশ্চাতে।
আর কেউ কেউ থেকে যায় অবিচল।
Comments