ঋতুরাজ বসন্ত নিয়ে কবিতা।

ঋতুরাজ বসন্ত
                      ---সাফিনুর আলম

এলো এলো বসন্ত এলো শীতের অবসরে,
তখনও যেন শীতের আভাস রইল চুরি করে।
বসন্ত বলে ওগো শীত চলে যাও গো তুমি,
আর কতদিন থাকবে তুমি বলতো একটু শুনি।
দুটি মাস নিয়ে আমি করব এবার খেলা,
কোকিলের কণ্ঠ সুর হয়নি মোর শেখা।
দক্ষিন হওয়া বইতে থাকে বসন্তের হুকুমে,
উত্তরে বাতাস বিদায় নিল আমারই তো ভয়ে।
নতুন করে জন্ম নীল রং বেরঙের ফুলে,
কুহু ধ্বনি সুরে মাতাল কোকিলের সুরে।
শিমুল-পলাশ-কৃষ্ণচূড়া লাগে আগুনের রং,
শুরু হয়ে যায় জন্মভূমিতে বাঙালির কত ঢং।
এলো এলো বসন্ত এলো শীতের অবসরে,
তখনও যেন শীতের আভাস রইল চুরি করে।

Comments

Popular posts from this blog

চাঁপাপুকুর মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কবিতা।

না বলা ভালোবাসা