Posts

Showing posts from March, 2024
 1. Voice কাকে বলে? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই voice বা বাচ্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় কর্তা কাজটি নিজে করছেন, না কর্তার দ্বারা কোন কাজ সম্পন্ন হচ্ছে। 2. Voice কয় প্রকার ও কি কি? Voice দুই প্রকারের হয় । যথা - Active Voice ও Passive Voice 3. Active Voice কাকে বলে? এর গঠন ও উদাহরণ লেখো। যে sentence এ subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে সে sentence এ verb এর Active voice হয়। Structure (গঠন): Subject + verb + object. Example: I do the work. 4. Passive Voice কাকে বলে? এর গঠন ও উদাহরন লেখো। যে sentence এ subject নিজে কাজটি করে না বরং object এর কাজটি তার ওপর এসে পড়ে তখন সে sentence এ verb এর passive voice হয়। Structure (গঠন): Object + be verb + verb এর past participle+ by+ subject. Example: The work is done by me. 5. Active voice কে passive voice এ রুপান্তর করার নিয়ম: a) Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়। b) Active voice এর object টি passive voice এর subject এ রুপান্তর হয়। c) মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary